এম রহমান মিয়াজী :-
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী সরকারি কলেজ শাখার “কলেজ সম্মেলন ২০২৫” কলেজ শাখা সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন এর সঞ্চালনায় ১৬ মার্চ সোমবার শহরের নাহার চৌধুরী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি আলী আহমদ ফোরকান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এদেশের ত্রিধারার ছাত্রদের নিয়ে বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আমাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো প্রচলিত দল কেন্দ্রিক মানসিকতা নয়, বরং জনকল্যাণমুখী ও শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি চর্চায় একটি ঐক্যপ্রয়াসী পরিবর্তনকামী শক্তি। মহান রব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ দিন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
এ সময় তিনি আরো বলেন দেশে বিচারহীনতার প্রভাবে খুন ঘুম ধর্ষণ ও অরাজকতা গণহারে বৃদ্ধি পাচ্ছে, অতি দ্রুত অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে, অন্যথায় এই চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হতে হবে। ছাত্রদের অধিকার রক্ষায় আমরা সচেষ্ট, ছাত্রদের বিরুদ্ধে কোন পদক্ষেপ সহ্য করা হবে না।
সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী সরকারি কলেজ শাখা ২০২৫ সেশনের নবগঠিত কলেজ কমিটির
সভাপতি সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি তাশরীফ আহমেদ,
সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম।