রাহাত চৌধুরী :-
রবিবার (১০ মার্চ) ফুলগাজী উপজেলার মুন্সীরহাট বাজারের জালালিয়া সুইটস এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে মুন্সীরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি।
সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মোঃ জামাল উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল হোসেন মিয়াজি, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সালেহ আহমদ, ইসলামি ব্যাংক ফুলগাজী শাখার ব্যবস্থাপক আবদুল ওহাব, জাতীয় নাগরিক কমিটির ফুলগাজী উপজেলা সংগঠক রাহাত চৌধুরী, মুন্সীরহাট বাজার পরিচালনা কমিটির আহবায়ক আবু তাহের, ব্যবসায়ী আব্দুল করিম, ওমর ফারুক, আমির হামজা প্রমুখ।