এম রহমান মিয়াজী :-
গত বছর ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে গণ ইফতার কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী কলেজ শাখার নেতাকর্মীরা। শনিবার (৭মার্চ) পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ইফতার কর্মসূচিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া অংশ নেন।
ইফতারের পূর্বে আলোচনায় বক্তারা ইফতার মাহফিলে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানান এবং নতুন বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে থেকে ইসলামের জন্য কাজ করার আহবান জানান।
এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরাসহ ফেনী সরকারি কলেজ শাখা, জেলা শাখাসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।