রাহাত চৌধুরী:- ফেনীতে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ও শহীদ পরিবারের সম্মানে ইফতার মাহফিল করেছে জাতীয় নাগরিক কমিটি, ফেনী জেলা।
শনিবার শহরের ট্রাংক রোডস্থ নবী হোটেলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।
জাতীয় নাগরিক কমিটি, ফেনী জেলার সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ। শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের পিতা নেসার আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির দাগনভূঞা প্রতিনিধি এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর, সোনাগাজী প্রতিনিধি সুজা উদ্দিন সজিব ও পরশুরামের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও আব্দুল কাদের মিনার ফুলগাজী প্রতিনিধি আর এ চৌধুরী রাহাত প্রমুখ।
এতে মুনাজাত পরিচালনা শহীদ আব্দুল গণি বোরহানের ভাই আমান উল্লাহ। অনুষ্ঠান জুলাই অভ্যুত্থানে ফেনীর সকল শহীদদের পরিবার উপস্থিত ছিলেন।