1. info@www.protivanews.com : প্রতিভা নিউজ :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা ফেনীর কমিটি ঘোষণা ফেনীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন পরশুরামে ছাগল ও সেলাই মেশিন পেল দুস্থ ২৬ পরিবার ফেনীতে টিআরসি নিয়োগ সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা ফেনীর পূর্নাঙ্গ কমিটি ঘোষনা পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ঈদ পূর্ণমিলন সোনাগাজীতে কিসলু খাঁনের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় মাস্টার সাহাবুদ্দিনের দাফন সম্পন্ন বন্ধু স্বজন পরিষদ ফেনীর ইফতার ও দোয়ার মাহফিল সোনাগাজীতে স্পন্দন স্পোর্টিং ক্লাব এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশের লক্ষ্য এবার চ্যাম্পিয়ন হওয়া

প্রতিনিধি :
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক ঃ-
বিপিএলের আসর শেষ, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে উড়াল দেবে বাংলাদেশ। তার আগে হোম অব ক্রিকেটে সংবাদ সম্মেলনে লক্ষ্যের কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানালেন, বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।

বাংলাদেশ দল উড়াল দেয়ার আগে বুধবার দুপুরে মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নামজুল হোসেন শান্ত। অধিনায়কের কণ্ঠে উচ্চারিত হল, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আটটি দল খেলবে তাদের সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। বিশ্বাস করি ওই দলগুলোর সেই সক্ষমতা আছে।’

‘আমি জানি না আমাদের ভাগ্যে আল্লাহ কী রেখেছেন। তবে আমাদের যেটা কাজ সেই পরিশ্রম করে যাচ্ছি, আমরা সততার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমাদের প্রত্যেকের বিশ্বাস আছে লক্ষ্যে পৌঁছাতে পারব।’

ভারত দলে বুমরাহ না থাকায় শান্ত বলেন, ‘প্রতিটি দলের প্রতিটি খেলোয়াড় দলকে জেতানোর ক্ষমতা রাখে। সে ভালো বোলার, কিন্তু কোনো একক খেলোয়াড় নিয়ে আমরা আলাদা পরিকল্পনা করতে চাই না।’

চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেজন্য এবার প্রত্যাশার চাপ অনেকবেশি। ওয়ানডে সংস্করণে বাংলাদেশ বেশ সাফল্যমণ্ডিত হওয়ায় মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না টিম টাইগার্সের, মনে করছেন বাংলাদেশের অধিনায়ক।

বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুবাইতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে ১৭ তারিখ পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে শান্তবাহিনী।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে গড়াবে ‘হাইব্রিড’ মডেলের টুর্নামেন্ট। ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের লড়াইয়ে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টিম টাইগার্স। গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট