সোনাগাজী প্রতিনিধিঃ-
সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নে ৩ নং ওয়ার্ড চরগোপাল গাঁও দুরন্ত বন্ধু একাদশ কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বক্তারমুন্সী শেখ শহিদুল ইসলাম ডিগ্রী কলেজের সভাপতি ড. মোহাম্মদ নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য নুর ফরিদ সোহেল, সমাজসেবক ও ইউনিয়ন জামায়াত নেতা মুহাম্মদ মুনির উদ্দিন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম কিরন, জামায়াত নেতা রাসেল, যুবদল নেতা নুরুল হুদা সোহেল, সাইফুল মোল্লা, নেজাম মোল্লা, টিপু মোল্লা, মিজান, মানিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ড. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন আমার ছোট বেলায় যেই মাঠগুলোতেই সহপাঠীদের নিয়ে ফুটবল খেলতাম আজ নিজ পায়ে ফুটবলে শর্ট মেরে খেলার উদ্বোধন করে স্মৃতিময় সেই ছোট বেলায় হারিয়ে গিয়েছিলাম।
স্মৃতিময় আমাদের এই ছোট্ট গাঁয়ের সকল শিশু কিশোর এবং যুবসমাজের জন্য অফুরন্ত ভালবাসা ও নিরন্তর শুভকামনা।