পরশুরাম প্রতিনিধিঃ- ফেনী জেলার পরশুরাম উপজেলায় ৭ নং ওয়ার্ডে পরশুরাম বাঁশপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিস ফেনী এর নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
তথ্য অফিসার এস এম আল আমিন এর সভাপতিত্বে উক্ত নারী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত নন্দী, সহকারী শিক্ষক প্রিয়ংকা সরকার এবং শারমিন আকতার।
সুকান্ত নন্দী তাঁর বক্তব্যে বলেন সীমান্তবর্তী পরশুরাম উপজেলার জন্য মাদক একটি বড় সমস্যা পাশাপাশি শিক্ষার জন্য সহায়ক পরিবেশ তৈরি করাটাও চ্যালেন্জিং।
এস. এম. আল আমিন তাঁর বক্তব্যে বলেন মানবসম্পদ উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষিত সমাজ গড়ে তুলতে হলে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদেরকে সবার আগে শিক্ষার জন্য সচেষ্ট হতে হবে।
উক্ত আলোচনা সভায় উম্মে কুলসুম নামের একজন গৃহবধূ তাঁর স্নাতক শেষ করতে না পারার আক্ষেপ প্রকাশ করেন। এস.এম.আল আমিন তাঁকে “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়” থেকে স্নাতক শেষ করার পরামর্শ দেন।
উক্ত সমাবেশের সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী আহসান উল্লাহ।