সোনাগাজী প্রতিনিধিঃ- ফেনীর সোনাগাজীতে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী জামাল উদ্দিন (৪৫) কে গ্রেফতার করেছে সোনাগাজী মড়েল থানার পুলিশ। গ্রেফতার কৃত জামাল উদ্দিন সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরখোঁয়াজ গ্রামের এনামুল হকের ছেলে।
সোনাগাজী মডেল থানা পুলিশ জানান গোপন সংবাদে খবর পেয়ে ৮ জানুয়ারি রাত ৩টায় ঘটিকার ভূজপুর থানাধীন হোয়াইকো বাজার হইতে তাকে গ্রেফতার করে। জামাল উদ্দিন এসজিআর ৯/১৯ মাদক মামলায় ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দন্ডিত আসামি। মাদক মামলার সাজা ও ওয়ারেন্টভুক্ত থাকায় সে দীর্ঘ দিন আত্মগোপনে ছিলেন।
সোনাগাজী মড়েল থানার ওসি মো: বায়েজিদ আকন্দ জানান, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইনের সার্বিক তত্ত্বাবধানে, ভূজপুর থানার হেয়াকো বাজার থেকে অনেক চেষ্টায় গ্রেফতার করা হয়েছে।