পরশুরাম প্রতিনিধি :-
ফেনীর পরশুরামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ২৬ টি পরিবার ছাগল ও সেলাই মেশিন পেয়েছে।
শুক্রবার(১১ এপ্রিল) সকালে পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংস্থাটির স্বাবলম্বী প্রজেক্টের আওতায় দুস্থ ও বিধবা নারীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এরমধ্যে ১০ জনকে পালন করার জন্য ছাগল ও ও ১৬ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।সংস্থাটির স্থানীয় প্রতিনিধি আব্দুল আজিজ রুবেলের তত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন,মির্জানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা নূর মোহাম্মদ,পরশুরাম পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোঃ মোস্তফা,পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এনামুল কাউসার, মিশন হেল্প ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজিব, সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি শাহিদুল আবছার, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কফিল উদ্দিন মাহমুদ, মাওলানা মোঃ ইউসুফ,মেহেদী সবুজ,শাকিব আজিজ প্রমুখ।