মোকছুদুর রহমান মিয়াজী :-
আন্তর্জাতিক কেরাত সংস্থা ফেনীর ২০২৫-২৭ সেশনের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) রাতে কক্সবাজারের অভিজাত হোটেল তাজ-বে রেস্তোরাঁয় একটি সম্মেলনে সকল সদস্যদের সমন্বয়ে মাওলানা আব্দুল ফাত্তাহ কে সভাপতি নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদ উল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফেজ জহির, প্রচার সম্পাদক হাফেজ মুহসিন সহ ১০১জনকে সদস্য করে কমিটি ঘোষণা করা হয়।
এসময় মাওলানা আব্দুল ফাত্তাহ বলেন আমরা শীঘ্রই ফেনীতে কমিটির আনুষ্ঠানিক ঘোষনা ও পরিচিতি পর্ব করবো। আমরা কক্সবাজারে আনুষ্ঠানিক ভাবে ১০১ জন সদস্যের নাম ঘোষনা করেছি। আন্তর্জাতিক কেরাত সংস্থা প্রত্যেক বছর কেরাতের আয়োজন করেন ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে।
সেখানে আন্তর্জাতিক ক্বারীবৃন্দের উপস্থিতিতে হাজারো মানুষের অংশগ্রহনে বিশ্বমানের ক্বারীরা উপস্থিত থাকেন।