সোনাগাজী প্রতিনিধি:-
সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মেহরাব হোসেন মেহেদির পিতা মাস্টার মোস্তফা কামাল সাহাবুদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার( ২৯ মার্চ) সকাল ১১টার দিকে নবাবপুরের গোয়ালিয়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সোনাগাজী প্রেসক্লাব সদস্যবৃন্দ, ব্যবসায়ীসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্বীয় -স্বজন অংশ নেন।
প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও জিএস টেকনোলোজি লিমিটেডের চেয়ারম্যান মাস্টার মোস্তফা কামাল শুক্রবার মধ্যরাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃ’ত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, ফেনী সাংবাদিক ইউনিয়ন, সোনাগাজী প্রেসক্লাব, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, ফেনী ট্রাভেলস এসোসিয়েশন, নবাবপুর ইউনিয়ন বিএনপি ও উপজেলা ছাত্রদল।