সোনাগাজী প্রতিনিধি :-
ফেনী জেলার সোনাগাজী উপজেলার ভোরবাজার বিএনপি পরিবারের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ ২০২৫, মঙ্গলবার, ভোর বাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার কবির আহমদ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন আবু ইউসুফ ও ফখরুল করিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, ফেনীজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কাওছার এলিন, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, সোনাগাজী পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর আলম বাবর, ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সাহাদাত হোসেন, ফেনী সদর উপজেলা সেচ্চাসেবকদলের সদস্য সচিব বেলাল হোসেন, সোনাগাজী পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে বিএনপি ও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
যাদের স্মরণে অনুষ্ঠান ছিল, সাবেক সংসদ সদস্য মরহুম মোশারক হোসেন এমপি, ফেনী জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মরহুম সফি উল্লাহ নিজামী, নবাবপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম দেলোয়ার হোসেন চেয়ারম্যান (নাজিরপুর), নবাবপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম ডা: বদিউজ্জামান (হাজীপুর), নবাবপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মরহুম মাষ্টার মাহবুবুল হক (মহদীয়া), মরহুম মাষ্টার আবদুর রউফ (সুলতানপুর), নবাবপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী (মজুপুর), নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম মাস্টার শাহ মোয়াজ্জেম হোসেন (নাজিরপুর), নবাবপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম ইয়াহিয়া খাঁন (মহদিয়া), শহীদ জিয়া স্মৃতি সংসদ ভোরবাজারের সাবেক সভাপতি মরহুম সফি উল্লাহ নিজামী (নাজিরপুর), নবাবপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম মৌলভী এয়ার আহমদ (মজুপুর), মরহুম বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (নাজিরপুর), মরহুম সামছুল হক মোল্লা (গোয়ালিয়া), মরহুম বেলায়েত হোসেন বেলু (মজুপুর), মরহুম মাষ্টার আবু তাহের (নাজিরপুর), মরহুম বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (নাজিরপুর), মরহুম বীর মুক্তিযোদ্ধা রুলুল আহমদ (নাজিরপুর), মরহুম মো: ইলিয়াস সাদ্দাম (নাজিরপুর), নবাবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মরহুম মীর মো: নূর করিম (সুলতানপুর), নবাবপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম হাজী আক্তার হোসেন (নাজিরপুর), শহীদ জিয়া স্মৃতি সংসদ ভোরবাজারের সাবেক সাধারণ সম্পাদক মরহুম হাসানুজ্জামান দুলাল (নাজিরপুর), সাবেক সভাপতি, নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মরহুম জমিস উদ্দিন (নাজিরপুর), নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মরহুম মকছুদ আলম (সুলতানপুর)
ইফতার আয়োজন প্রস্তুতি কমিটিতে ছিলেন, আনোয়ার হোসেন রতন, ফখরুল ইসলাম খসরু, ইসমাইল হোসেন ভূঞা বাবুল, ওমর ফারুক, জাহাঙ্গীর আলম, আবু ইউনুস, মোসলে উদ্দিন, কামরুজ্জামান ভূঞা তৌহিদ, ফখরুল করিম, নাছির উদ্দিন, সুমন মিয়াজী, জাফর উল্লাহ খাঁন মামুন, নূরুল আফছার, শাখাওয়াত হোসেন কচি, মনিরুজ্জামান ভূঞা রিয়াদ, মাস্টার মজিবুল হক, জামাল উদ্দিন, মোশারফ হোসেন, শাহাদাত হোসেন ফরহাদ, মোশারফ হোসেন বাবু, আশরাফুল আলম সাজু, আলিম আরাফাত, জাকার হোসেন দ্বিপ্তী সাহেদুর রহমান।