সংবাদ বিজ্ঞপ্তি:-
বাস্তবতা ও সততার নির্ভীক ফেনীর প্রথম দৈনিক মিডিয়া ভুক্ত দৈনিক “নয়া পয়গাম” পত্রিকার এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, যা মিলনমেলায় পরিণত হয়।এতে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবীসহ সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।(২৩ মার্চ) রবিবার শহরের ট্টাংক রোডস্থ অটোবী মার্কেটের ৩য় তলায় পত্রিকাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।দৈনিক নয়াপয়গাম এর উপদেষ্টা আবু জোবায়ের মুন্না এর সঞ্চালনায় এবং সম্পাদক এনামুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রয়ী মজলিশের শুরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ।
ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় এর সম্পাদক শাহদাত হোসেন,সাধারাণ সম্পাদক দিদারুল আলম,দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আলম রিজভী,দৈনিক আমার ফেনীর সম্পাদক জমির বেগ,নয়পয়গামের প্রকাশক মাঈন উদ্দিন খান,চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি এম ইউসুফ আলী, আনন্দ টিভির জেলা প্রতিনিধি জাফর উল্যাহ,সাপ্তাহিক হকার্স এর সম্পাদক মো: তারেকুল ইসলাম,বিশিষ্ট গোল্ড ব্যবসায়ী জালাল উদ্দিন বাবলূ, বিশিষ্ট ব্যবসায়ী শাহ কামরুজ্জামান,নিজাম উদ্দিদন,কেফায়েত উল্লাহ চৌধুরী,মো: সোহাগ,প্রমূখ।সম্পাদক এনামুল হক পাটোয়ারী বলেন,প্রতিষ্ঠার শুরু থেকে জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে নয়াপয়গাম পাঠকের মনে বিশেষ স্থান করে নিয়েছে।প্রতিষ্ঠার শুরু থেকে আমরা পাঠককে দেয়া কথা অনুযায়ী দল-মত,ধর্ম-বর্ণের ঊর্ধ্বে রেখে ‘সবার খবর’ প্রকাশ করে আসছি।আমরা এ ধারা অব্যাহত রাখতে সব সময় সচেষ্ট রয়েছি।দৈনিক নয়াপয়গাম এ কর্মরত বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ বিগত ৩২ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ জনপদের সমস্যা-সম্ভাবনা তুলে ধরার অঙ্গিকার ব্যক্ত করেন।এছাড়াও দৈনিক নয়া পয়গাম এর জেলা ও উপজেলার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।ইফতার ও দোয়া মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফেনী জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জাকির হোসেন।