সোনাগাজী প্রতিনিধি:- সোনাগাজী প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক মনোরম ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২২ই মার্চ (শনিবার) সোনাগাজীর একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রহিম। প্রেসক্লাবের বর্তমান সভাপতি মেহরাব হোসেন মেহেদীর সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির, ওবায়দুল হক, গাজী মোহাম্মদ হানিফ, জহিরুল হক সজিব, আফতাব হোসেন মমিন, সহ-সভাপতি নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, আবদুর রহিম, কোষাধ্যক্ষ ইলিয়াছ মোল্লা, নির্বাহী সদস্য কামাল উদ্দিন, মোশারফ হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সমাজে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনা শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
সোনাগাজী প্রেসক্লাবের এই আয়োজনকে সাংবাদিকরা সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠান অব্যাহত রাখার আহ্বান জানান।