রাহাত চৌধুরী :-
ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও চট্টগ্রামের জোরালগঞ্জ ও বারৈয়ারহাট সীমান্ত এলাকা থেকে ৪০টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, চলতি মাসে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) উক্ত থানাধীন জয়ন্তিনগর, রক্তারহাট, মহেষপুস্করণী, দেবীপুর, অলিনগর সোনাপুর ও বারৈয়ারহাট এলাকা থেকে ৪০ টি ভারতীয় গরু আটক করা হয়।
বিজিবি আরো জানায়, আটককৃত ৪০টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ১৯ লাখ ৬০ হাজার টাকা।
এ দিকে ভারত থেকে অবৈধভাবে আনা গরু আটক করা সম্ভব হলেও চোরাচালান কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির ফেনী ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে ৪০টি ভারতীয় গরু আটক করা হয়েছে। আটককৃত গরুগুলো ফেনী শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।’