রাহাত চৌধুরী :-
ফেনীর পরশুরামে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশনের' উদ্যোগে ৫০ জনের অধিক পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার মির্জানগর ইউনিয়নের, ডি এম সাহেব নগর,মেলাঘর ও রাঙামাটিয়া সহ বেশ কয়েকটি এলাকায় ঘরে ঘরে ইফতার সামগ্রি পৌছে দেয় `স্বপ্নচূড়া সেচ্ছাসেবী ফাউন্ডেশনের` সদস্যরা। সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক জানান দেশ ও প্রবাসীদের আর্থিক সহযোগীতায় তারা একর্মসূচি বাস্তবায়ন করেন।
`স্বপ্নচূড়া সেচ্ছাসেবী ফাউন্ডেশনের` সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইদুল হক বলেন, দেশ ও প্রবাসীদের আর্থিক সহযোগীতায় `স্বপ্নচূড়া সেচ্ছাসেবী ফাউন্ডেশনের` উদ্দ্যোগে ২৬ হাজার টাকার অধিক ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। এছাড়াও স্বপ্নচূড়া সেচ্ছাসেবী ফাউন্ডেশন এর পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি পালন সামাজিক উন্নয়ন মূলক কাজসহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিত কাজ করে যাচ্ছেন।