শহর প্রতিনিধি :-
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেনী শহর ও সদর উপজেলা শাখার আয়োজনে সোমবার ১৭ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে গণ ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় দুই হাজার পথচারীরা, দলীয় নেতা-কর্মী ও সাধারণ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। ফেনী শহর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন ভিপি বেলাল, আমজাদ হোসেন সুমন, সাবেক দপ্তর সম্পাদক আল ইমরান, সাবেক প্রচার সম্পাদক এম ফখরুদ্দিন ভূইয়া,
সদর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আতিকুর রহমান মামুন, সদর উপজেলা যুবদলের আহবায়ক মাস্টার নিজাম উদ্দিন, সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত, ইস্রাফিল, ফেনী পৌর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, যুগ্ম আহবায়ক হায়দার আলী রাসেল পাটোয়ারী, শরিফুল ইসলাম রাসেল ও নুরুল ইসলাম প্রমুখ।
ইফতার পূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ একাত্তরের মুক্তিযুদ্ধে ও ২৪ গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত শহীদের আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘায়ু ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।