রাহাত চৌধুরী :-
ফেনীর ফুলগাজী উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএসজি) এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন এর সভাপতিত্বে ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ফুলগাজীর সমন্বয়ক মোঃ কবির আহমদ নাছিরের সঞ্চালনায় এতে বক্তারা ফুলগাজীতে সামাজিক, রাজনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সকলে ভিন্ন-ভিন্ন প্লাটফর্মে কাজ করলেও জনকল্যাণ, সামাজিক শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধে ঐক্য অটুট থাকবে বলে আস্বস্ত করেন।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদ পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন, মো: জামাল উদ্দিন চৌধুরী, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলগাজী উপজেলা।
আবুল হোসেন ভূঁইয়া সদস্য সচিব ফুলগাজী উপজেলা বিএনপি, গোলাম রুসুল মজুমদার গোলাপ সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএনপি ফুলগাজী উপজেলা, ফরিদ আহমেদ ভূঁইয়া আহ্বায়ক যুবদল ফুলগাজী উপজেলা,আবুল হোসেন মিয়াজি নায়েবে আমির ফুলগাজী উপজেলা জামায়াত, আর এ চৌধুরী রাহাত সংগঠক জাতীয় নাগরিক কমিটি ফুলগাজী উপজেলা, মোঃ ইউসুফ আহবায়ক ফুলগাজী উপজেলা ছাত্রদল, আবুল কালাম শামীম ভারপ্রাপ্ত আমির ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াত, ইয়াছিন মজুমদার আহবায়ক ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপি, বিপ্লব কান্তি দত্ত সভাপতি পুজা উদযাপন কমিটি ফুলগাজী, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সাংবাদিক নেতা সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম রাজু, ফুলগাজী ছাত্র প্রতিনিধি আব্দুর রহিম বাবু, মোঃ ওমর ফারুক রাজু সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।