আর এ চৌধুরী রাহাত:-
২৪’ এর গণ-অভ্যুত্থানে আহতদের সুস্থতা ও শহীদদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাগলনাইয়া উপজেলা শাখা। এতে প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রোববার (৯ মার্চ) ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাগলনাইয়া উপজেলা শাখার সংগঠক এমদাদুল হকের সভাপতিত্বে ও মিরাজ হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী ও কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জোবায়ের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা এবং এসি ল্যান্ড ও উপজেলা ম্যাজিস্ট্রেট শিবু দাস, শহীদ শ্রাবনের পিতা নেসার আহমেদ, শহীদ শাহীর ভাই সহিদুল ইসলাম।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সংগঠক আব্দুল্লাহ আল জোবায়ের, জেলা সমন্বয়ক আব্দুল আজিজ, ওমর ফারুক বক্তব্য রাখেন।