সদর প্রতিনিধি:-
ফেনীতে অসহায়, দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে জনপ্রিয় জাতীয় দৈনিক খবরের কাগজ পত্রিকার পাঠক সংগঠন ‘বন্ধুজন’ এর আয়োজনে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় বটুয়াদিঘীর পাড় জামে মসজিদ প্রঙ্গনে অর্ধশত পরিবারের মাঝে এই উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জজ কোর্টের আইনজীবী ও ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভুইয়া।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, সংবাদমাধ্যমগুলো শুধু সংবাদ পরিবেশনই করে না। সামাজিক নানা কাজেও তারা ভূমিকা রেখে চলেছে। খবরের কাগজের বন্ধুজন বন্যা কালীন সময়েও মানুষের পাশে ছিল। আজ ইফতার আয়োজনের মধ্য দিয়ে আবার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এসব মানবিক কাজে এগিয়ে আসার জন্য খবরের কাগজ বন্ধুজনের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেনী থেকে প্রকাশিত দৈনিক ফেনীর সম্পাদক ও প্রকাশক আরিফুল আমীর রিজভী।
এসময় বিশেষ অতিথি ছিলেন আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) সহ-সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ ফেনী প্রতিনিধি দিদারুল আলম, সাপ্তাহিক ফেনী রবির নির্বাহী সম্পাদক নজির আহাম্মদ রতন, বটুয়াদিঘীর পাড় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মাজহারিল হক সুমন।
দৈনিক খবরের কাগজের ফেনী জেলা প্রতিনিধি তোফায়েল আহাম্মদ নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপ্ত টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ফেনী প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন, ভোরের দর্পণ ফেনী জেলা প্রতিনিধি হাবিব মিয়াজী, বাংলা ভিশন টিভির ক্যামরাপারসন মিরাজুল ইসলাম মামুনসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেনন, মঠাবাড়ীয়া আজিজুল উলূম মাদ্রাসার মোহতামিম ও বটুয়াদিঘীর পাড় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হোসাইন আহমেদ।
এই সময় খবরের কাগজে বন্ধুজনের ইফতারসামগ্রী উপহার পেয়ে আপ্লুত হন দুস্থ পরিবার গুলা।