শহর প্রতিনিধি :-
শুক্রবার (০৬ মার্চ) ফেনী পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে জেলার যানবাহন মালিক সমিতি, পরিবহনের সদস্যদের সাথে পবিত্র মাহে রমজান উপলক্ষে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার যানবাহন মালিক সমিতি, পরিবহনের সদস্য নেতৃবৃন্দদের সকল বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। এই সময় পুলিশ সুপার বলেন সড়কে যেন যানজট সৃষ্টি না হয় ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে, অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করা হয়,সিএনজিতে মলম পাটির খপ্পরে যাতে না পরে ওই দিকে যাত্রীদের খেয়াল রাখতে হবে, সড়কে যেন কোথাও ছিনতাই বা ডাকাতির ঘটনা না ঘটে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। জেলা পুলিশের পক্ষ থেকে পেট্রোল ডিউটি এবং মোবাইল ডিউটি বাড়ানো হয়েছে, অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য জেলা পুলিশ ফেনী কাজ করে যাচ্ছে।
এসময় পবিত্র ঈদুল ফিতর’কে সামনে রেখে সড়কে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখা সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার ও পৌর প্রশাসক গোলাম মোঃ বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সাইদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নোবেল চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুঃ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী,ডিআইও-১,টিআই এডমিন,অফিসার ইনচার্জ মহিপাল হাইওয়ে থানা সহ যানবাহন মালিক সমিতি, পরিবহনের সদস্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।