1. info@www.protivanews.com : প্রতিভা নিউজ :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :

কবি খালেদ মাহমুদের পঞ্চম কাব্যগ্রন্থ সাঁতার এর মোড়ক উন্মোচন

প্রতিনিধি :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি :- ফেনীর বিশিষ্ট কবি, লেখক, হৃদরোগ বিশেষজ্ঞ ডা: খালেদ মাহমুদের পঞ্চম কাব্যগ্রন্থ সাঁতার এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কনফারেন্স রুমে প্রধান অতিথি থেকে মোড়ক উন্মোচন করেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ববধায়ক (উপ পরিচালক) ডা: আবুল খায়ের মিয়াজী। একুশে বইমেলা ২০২৫ এ ঐতিহ্য প্রকাশনীতে (প্যাভিলিয়ন -২৮) বইটি পাওয়া যাচ্ছে। সহকারি পরিচালক ডা: মোহাম্মদ জালাল হোসেনের সভাপতিত্বে ও আরএমও ডা: আসিফ ইকবালের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফেনী জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মোহাম্মদ জালাল হোসেন, অর্থপেডিক্স বিশেষজ্ঞ ডা: জামাল উদ্দিন, দৈনিক ফেনীর সময় এর সাহিত্য সম্পাদক বকুল আক্তার দরিয়া, ইএনটি কনসালটেন্ট ডা: মোবারক হোসেন দুলাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা: আদনান আহমেদ, নাক কান গলা বিশেষজ্ঞ ডা: মোবারক হোসেন দুলাল, চক্ষু বিশেষজ্ঞ ডা: ব্রজ গোপাল, শিশু বিশেষজ্ঞ ডা: আরমান বিন আবদুল্লাহ, ডা: জান্নাতুল ফেরদৌস, ডা: তাহমিনা সুলতানা নিলু, হৃদরোগ বিশেষজ্ঞ ডা: রফিকুল ইসলাম, অর্থপেডিক্স বিশেষজ্ঞ ডা: কামাল উদ্দিন, ডা: মশিউর রহমান সাগর, শিশু বিশেষজ্ঞ ডা: শার্মিলা চৌধুরী, মেডিসিন বিশেষজ্ঞ ডা: জাবের আবেদিন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা: নাজমুল হক সাম্মি, ডা: মহি উদ্দিন মাজেদ চৌধুরী প্রমুখ।

অনুভূতি ব্যক্তকালে কবি ডা:খালেদ মাহমুদ জানান, পাঠকদের ভালোবাসা আর উৎসাহ অনুপ্রেরণায় একে একে ৫ টি কাব্যগ্রন্থ প্রকাশিত করতে পেরেছি। কবিতাকে আমি ছাড়তে চাইলেও কবিতা আমাকে ছাড়ে না। তিনি বলেন ৫ম-৬ষ্ঠ শ্রেনি থেকেই লেখালেখি শুরু করি। ৭ম শ্রেনীতে পড়াকালে দেয়ালিকায় প্রথম লেখা প্রকাশিত হয়। শত কর্মব্যস্ততার মাঝেও আমি যেন কবিতা থেকে চোখ ফেরাতে পারিনা। যতদিন বেঁচে থাকবো ততদিন কবিতা লিখে যাবো।
প্রধান অতিথি বলেন, ডা: খালেদ মাহমুদ ফেনী জেনারেল হাসপাতালের গর্ব। তিনি একে একে ৫ টি কবিতার বই লিখেছেন। চিকিৎসা বিষয়ে বহু ডিগ্রি অর্জন ছাড়াও তিনি অনেক গুণের অধিকারী। আমাদের ফেনী জেলা হচ্ছে বহু জাতীয় কবি, লেখক,সাংবাদিক, জ্ঞানী গুণীর জন্মস্থান। এখানে অনেক জ্ঞানী গুনী ব্যক্তিের জম্ম হয়েছে। তাঁরা সারাদেশে পরিচিত ছিলেন।
এ জনপদের কবি-সাহিত্যিকদের আমাদের কদর করতে হবে। কদর না করলে গুণী মানুষ জন্মায় না।
ভাবের কবি খালেদ মাহমুদ এর কবিতা ছাড়াও সঙ্গীত, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে রয়েছে প্রবল আগ্রহ। তিনি ইতোমধ্যে মাদার তেরেসা পুরস্কার, মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার, আন্তর্জাতিক সৃজন কলা পুরস্কার, বঙ্গসভা পুরস্কার, নবাব ফয়েজুন্নেসা সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছেন।
তাঁর প্রকাশিত অন্যান্য কবাব্যগ্রন্থ : বর্ণিল অস্তিত্বের ঠিকানা (২০১১), নির্জর শিকড় (২০১২), রোদ্দুরের প্রতীক্ষায় (২০২৩), নি:শব্দ নির্বাক সময়ের পিঠে (২০২৪)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট