দাগনভূঁঞা প্রতিনিধি:- ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফাজিলের ঘাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক ও পাশা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শিল্পপতি আহমেদ সমীর পাশা।
গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্তী স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ এর ৬৪(১০) ধারা অনুসারে উক্ত কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মোহাম্মদ সফিক উল্যা,অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন আবুল কাশেম,সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রধান শিক্ষক সাজেদা ইয়াসমিন।
উক্ত এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নতুন সভাপতি আহমেদ সমীর পাশা জানান, আমাকে নতুন কমিটিতে সভাপতি মনোনীত করায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন সকলের সহযোগিতা নিয়ে স্কুলটিকে একটি আর্দশ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।