1. info@www.protivanews.com : প্রতিভা নিউজ :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :

চ্যাম্পিয়নস ট্রফির আগে আনুষ্ঠানিক ফটোসেশনে টাইগাররা

প্রতিনিধি :
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

ক্রিড়া প্রতিবেদক ঃ-
চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে আট দলের এই বৈশ্বিক টুর্নামেন্ট। তাই বিপিএল অধ্যায় শেষেই তোড়জোড় করে চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুতিতে নামে টাইগার ক্রিকেটাররা। দেশ ছাড়ার আগে স্কোয়াড ভুক্তরা পাঁচ দিনের অনুশীলনে তাসকিন-শান্তরা। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দিবেন নাজমুল হোসেন শান্তরা। তার আগেআজ বাংলাদেশ পুরো দল কোচিং স্টাফসহ ফটোসেশন সেরেছে চ্যাম্পিয়নস ট্রফির।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের মূল মাঠে এদিন ফটোসেশন হয়। ফটোসেশনে স্কোয়াডে থাকা সব ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম উপস্থিত ছিলেন। আরো ছিলেন প্রধান ফিল সিমন্স, সহকারী কোচ সালাহউদ্দিন ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদসহ অন্য কোচিং স্টাফরা।

বাংলাদেশের সম্প্রতি পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। গত বছর ৯ ওয়ানডে খেলে ৬টিতে হেরেছে, সর্বশেষ দুটি সিরিজেও হার। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে হয়েছে ধবলধোলাই। আর যাদের সঙ্গে তুলনা চলছে, সেই আফগানিস্তানের কাছেও বাংলাদেশ সিরিজ হেরেছিল ২-১ ব্যবধানে।

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আগামীকাল দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশ্যে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে বাংলাদেশ দল। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের মিশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট