সংবাদ বিজ্ঞপ্তি :
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী সদর উপজেলা শাখার সম্মেলন বৃহস্পতিবার বিকালে শহরের ডা: সাজ্জাদ হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে ফেনী সিটি গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রোটারিয়ান এম মামুনুর রশীদকে সভাপতি ও দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অপরাপর নেতৃবৃন্দরা হলেন- সহ-সভাপতি দ্বীন মোহাম্মদ ও জয়নাল আবেদীন রাসেল, সহ-সাধারণ সম্পাদক নুর উল্যাহ কায়সার ও মো: ইসমাইল, কোষাধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আবরার হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক আজিজ আল ফয়সাল, মহিলা বিষয়ক সম্পাদক জোহরা আক্তার রুমা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালেদা ইয়াসমিন মেরি।
দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও সদর উপজেলা শাখার সমন্বয়ক সাংবাদিক আলী হায়দার মানিকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুজন ফেনী জেলা শাখার নির্বাহী সদস্য তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ, বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। এছাড়াও সুজন কুমিল্লা অঞ্চলের কো-অডিনেটর সৈয়দ মো: নাসির উদ্দিন, সুজন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, সুজন ফেনী পৌর শাখার সভাপতি জাহিদ হোসেন বাবলু।
সুজন ফেনী জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন, আগামী ১০ দিনের মধ্যে ফেনী সদর উপজেলা সুজন'র পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
এছাড়াও ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন লিটন, মাস্টার এয়াকুব শরীফ শিমুল, ফেনী মহিলা কলেজের কো-অডিনেটর শাহ ওয়ালী উল্যাহ মানিক, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট হাই স্কুলের সিনিয়র শিক্ষক রবিউল আউয়াল, বাবলু ক্রোকারিজের স্বত্ত্বাধিকারী জিয়া উদ্দিন বাবলু, আয়কর উপদেষ্টা এম আশ্রাফ হোসাইন সাদেক, সিটি ইলেক্ট্রিকের স্বত্ত্বাধিকারী আবদুল ওহাব ভূঁঞা রিয়াদ, সালেহা খানম, কে এম মাহবুবুর রহমান, হোসাইন মাহমুদ সুজন, নাহিদ মজুমদার, কাওসার মজুমদার, মো: রাসেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।