শহর প্রতিনিধি:- 'এসো দেশ বদলাই পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে' তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ফেনী পিটিআই স্কুল মাঠে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক শওকত আরা কলি। জিরো ওয়েষ্ট ব্রিগেড'র কো-অর্ডিনেটর মেহেরাজুল হকের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফেনী সরকারি কলেজের শিক্ষক মোতাহের হোসেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শামসুল আরেফিন, জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আফসার কবির শাহাজাদা ও জিরো ওয়েষ্ট ব্রিগেড'র প্রতিনিধি মেহেদী হাসান আরাবি। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন বলেন, এটা সত্যি আমাদের এই তারুণ্যের মেলায় অনেক বেশি পিভিসি ব্যবহার করা হয়েছে। আমাদেরকে প্রকৃতির কাছে ফিরে যেতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমাতে যে আন্দোলন হচ্ছে এর ফলে আমার বিশ্বাস আগামীতে অনেকাংশে প্লাস্টিকের ব্যবহার কমবে। প্লাস্টিকের ব্যবহার আমাদের জন্য ক্ষতিকর যা বলার অপেক্ষা রাখে না। প্লাস্টিকের বিকল্প ব্যবহার নিশ্চিত করতে হলে অবশ্যই আমাদের তরুণদেরকে এগিয়ে আসতে হবে।