বিশেষ প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজীতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। এ উপলক্ষে সোনাগাজী সাবের পাইলট হাইস্কুলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা।
দীর্ঘদিন পর দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান কোন সমাবেশে বক্তব্য রাখবেন। ভার্চুয়ালি হলেও নেতা-কর্মীদের আগ্রহে ছিলো না কমতি। সোনাগাজী সাবের পাইলট হাইস্কুল মাঠের বিকাল ৩টার সমাবেশে সকাল থেকেই আসতে থাকে নেতা-কর্মীরা। যথাসময়ে কানায় কানায় ভরে যায় মাঠ ও আশ পাশের রাস্তা।
চারদিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান দলীয় নেতা-কর্মীদের নানা নির্দেশনার দেয়ার পাশাপাশি কথা বলেন দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও।
তিনি বলেন, হাজার-লক্ষ্য মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তারা পালাতে বাধ্য হয়েছে। তিনি বলেন, অবশ্যই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে। যদি বিচার নায় হয়, তাহলে খুন ও গুমকারীরা আরো উৎসাহ পাবে এসব করতে।
শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে। তাকে কোন ভাবে ছেড়ে দেয়া যাবে না। এই প্রশ্নে সবাইকে এক হতে হবে৷ বাংলাদেশের মাটিতে এই হত্যাকান্ডগুলোর বিচার করতরেই হবে।
বাংলাদেশের মানুষ যেভাবে প্রত্যাশা করে, যেখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, গনতন্ত্র থাকবে, স্বচ্ছতা থাকবে। এমন একটি দেশ গড়তে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, শহীদদের আত্মার মর্যাদা দিতে হলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তারেক রহমান বলেন, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিএনপি ৩১ দফা দিয়েছে।
রাস্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপি আড়াই বছর আগেই সংস্কারের কথা বলেছে।কারণ বিএনপি বিশ্বাস করতো স্বৈরাচারের বিদায় হবেই।
তিনি বলেন, খেয়াল করছি, কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করছে। আমাদের দেখতে হবে, এই সংস্কার সংস্কার বলা কোন ষড়যন্ত্র কিনা।
যেদিন দেশের মানুষের রাজনৈতিক ফিরিয়ে দিতে পারব, ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারব, এবং জনগনের সরকার উপহার দিতে না পারব- ততদিন আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, কিছু মানুষ আমাদের ভেতরে ডুকে বিভ্রান্তি ছড়াতে চাইছে। এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে।
রুহুল কবির রিজভী তার বক্তব্যে বলেন,
সরকারের ভেতর আওমীলীগের দোসররা আছেন। সরকার অনেক দোসরকে চিহ্নিত করতে পারেনি। একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য বলেন, ইসলামের নামে রাজনীতি করে আপনারা জনগণের সাথে মোনাফেকি করেছেন। আপনারা গনতন্ত্র চান না।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, অধ্যাপক জয়নাল আবেদীন। সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, সদস্য সচিব ও অন্যান্য সদস্যবৃন্দ।
২০১৬ সালের ২২ জুন সোনাগাজীর যুবদল নেতা মোহাম্মদ মাসুদকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা থেকে র্যাব গ্রেপ্তার করে। তিন দিন আটক রাখার পর ২৫ জুন চরছান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে র্যাব মিথ্যা অভিযোগে তাকে বন্দুক যুদ্ধের নামে হত্যা করে। নিহত মাসুদের স্ত্রী আয়েশা আক্তার ও তার নবম শ্রেণিতে পড়ুয়া একটি কন্যা সন্তান নিয়ে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। এমন খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এ উপহার দিচ্ছেন।
এছাড়াও ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হবে। এ সময় চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশেকে ঘিরে উচ্ছসিত স্খনীয় নেতা-কর্মীরা।